Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

মৎস্য বীজ উৎপাদন খামার/হ্যাচারি/নার্সারি/প্রশিক্ষণ কেন্দ্রের সংক্ষিপ্ত বিবরণ

 

যশোর জেলা মৎস্য চাষের জন্য ও কার্প জাতীয় মাছের রেনু এবং পোনা উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা রেখে চলেছে। মৎস্য চাষী ও নার্সারী মালিকদের মধ্যে উন্নত প্রজাতির  রেনু ও পোনা সরবরাহের লক্ষে মৎস্য বীজ উৎপাদন খামার, যশোর ১৯৬১ ইং সনে স্থাপিত হয়। বাংলাদেশে মাছের কৃত্রিম প্রজননের জন্য মৎস্য বীজ উৎপাদন খামার, যশোর এর অবদান অনস্বীকার্য। ১৯৭৭-৭৮ সাল হতে যশোর সহ অত্র এলাকায় কার্প হ্যাচারী ও নার্সারী শিল্পে বিপ্লব সাধিত হয়েছে । ফলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব হ্রাস ছাড়াও মৎস্য চাষী, নার্সারী মালিক ও মৎস্যজীবীগণ গুণগতমানসমপন্ন রেনু ও পোনা প্রাপ্তির সুযোগ সৃষ্টি হয়েছে এবং মাছের উৎপাদন ব্যাপক বৃদ্ধি পেয়েছে । ব্রুড ব্যাংক স্থাপন প্রকল্প ( ২য় পর্যায় ) এর আওতায় অত্র এলাকার হ্যাচারী মালিকসহ মৎস্যচাষীদের মধ্যে উন্নত ব্রুড সরবরাহের ব্যবস্থা গ্রহন করা হয়েছে । 

খামারের আয়তন (হেক্টর) ঃ- ২.৪২

খামারে পুকুর সংখ্যাঃ- ০৮টি

পুকুরের জলায়তন (হেক্টর) ঃ - ১.৪০

চাষযোগ্য জমি (হেক্টর) ঃ  নাই